আলমসাধু ও গরুর গাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ১

আলমসাধু ও গরুর গাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ১

সুমন মালাকার, কোটচাঁদপুর, ঝিনাইদহঃ-
কোটচাঁদপুরের  এক জন  গরুর  ব্যবসায়ী আলম সাধু ও গরুর  গাড়ীর  মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত হয়েছে ১ জন।
জানা যায়, বুধবার কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের স্কুলপাড়ার গরু ব্যবসায়ী ইদ্রিস আলী(৬০) আলমসাধু যোগে কালীগঞ্জের বারবাজার হাটে গরু বেচার জন্য নিয়ে যায়।

সেখান থেকে আসাআলমসাধু ও গরুর গাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ১র সময় পথিমধ্যে সন্ধ্যা সাতটার দিকে বারবাজার হাকিমপুর রোডে যাত্রাপুর নামক স্থানে আলমসাধুর হ্যাণ্ডেল ভেঙ্গে পাল্টি খেয়ে গরুর গাড়ীর সাথে সংঘর্ষে নিহত হয়েছেন। সে মৃত ওহেদ আলীর ছেলে। নিহতের সঙ্গে থাকা মামুনশিয়া গ্রামের মুনছুর আলীর ছেলে ইউনুছ আলী(৩২) আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment