মোস্তাফা কামরুল, ফটিকছড়িঃ-
আপনারা আমাদের সহযোগিতা করুন আমাদের স্বপ্ন এই লেলাং ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন করা, আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ এই লেলাং ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারব। শুধু খেলাধুল নিয়ে পড়ে থাকলে হবে না, যুব সমাজকে সামাজিক কাজে এগিয়ে আসতে হবে। গতকাল (২৭ জানুয়ারি) বিকালে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন লেলাং উদয়ন সংঘ কর্তৃক আয়োজিত উদয়ন T-12 ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লেলাং ইউপি
চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শহিন। অনুষ্ঠনে সভাপতিত্ব করেন সংগঠনের আজীবন দাতা সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান সয়োয়ার হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাহাবুবুল আলম, উদ্বোধক ছিলেন ছিলেন লেলাং সরকারী প্রথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু ছাদেক, ফটিকছড়ি প্রেস ক্লাবের আহবায়ক সাংবাদিক আহম্মদ আলী, লেলাং ইউপি সদস্য রুমা আকতার, সাবেক ইউ পি সদস্য মাহাবুবুল আলম, ফটিকছড়ি খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন এরশাদ, মোস্তফা বেলাল পাশা, মোস্তফা কামাল পাশা, মোহাম্মদ আজম প্রমুখ। সভাপতির সমাপনী বক্তব্যে সরোয়ার হোসেন বলেন, উদয়ন সংঘের সকল সদস্য লেখাপড়া ঠিক রেখে কোন অনৈতিক কাজে লিপ্ত না হয়ে খেলাধুলা চালিয়ে যাচ্ছি তাই আমি অত্যন্ত আনন্দিত ও এই সংগঠনের সাফল্য কামনা করি। আমাদের চেয়ারম্যান সাহেব লেলাং উন্নয়ন এর জন্য খুব আন্তরিক, উনি চেষ্টা করে যাচ্ছেন শুধু লেলাং এর উন্নয়ন করার জন্য, এ এযাবৎ সাড়ে তিন কোটি টাকার কাজ করেছেন। আপনারা যদি এভাবে সহযোগিতা করেন তাহলে ৫ বছর পর লেলাং ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে রুপান্তর হবে। উদয়ন পরিবারের সদস্য ব্যাংকার নাজমুল মিল্লাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উদয়ন সংঘের সিনিয়র সদস্য এম সাইফুল আজম, গোলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক শওকত আজম ফারুখী। ঠিকাদার মসজিদ সংলগ্ন হেলালী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পানারখীল একতা সংঘ কে ৬৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নাজিরহাট ফ্রেডশিপ ক্রিকেট একাদশ। ম্যান অব দ্যা ফাইনাল হন বিজয়ী দলের হেলাল, টুর্ণামেন্ট সেরা উইকেট শিকারি মিজান, সেরা ব্যাটসম্যান হন সৈকত। ম্যাচ পরিচালনায় ছিলেন অভিজ্ঞ আম্পায়ার মুরাদ আজম ও রাইহান ইভান, ধারাবর্ণনায় ছিলেন সিফাত সিহাব। অনুষ্ঠনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোশরেফ রেজভী, তকিব তৌফিক, মহিম আজম প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রপি ও নগদ প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।