ফিরোজ হোসেন, দোহার- নবাবগঞ্জ(ঢাকা):
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ খেলা উদ্বোধন করা হয়। এসময় বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি অালহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজাম্মান তরুণ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা শিমু, ঢাকা জেলা পরিষদের সদস্য এস.এম সাইফুল ইসলাম, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার অারিফুর রহমান শিকার, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান অালহাজ্ব অালিমুর রহমান পিয়াড়া, জয়কৃষ্ণ ইউপি চেয়ারম্যান হাজী মাসুদুর রহমান, বারুয়াখালী ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারফ মোল্লা, প্রধান শিক্ষক এমএম হুমায়ুন কবির। অারো উপস্থিত ছিলেন, বারুয়াখলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ অখিল রঞ্জন সরকার, বারুয়াখালী বাজার কমিটি সভাপতি মো. রেজাউল কবির রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি সুজন বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অাসাদুজাম্মান রনি, যুগ্ম সাধারন সম্পাদক অাতিকুর রহমান বাবু, দোহার নবাবগঞ্জ কলেজে ছাত্রলীগের সভাপতি শোভন শিকাদার, সাারন সম্পাদক নাহিদুল অালম নাদিম, সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট প্রমুখ। খেলা শেষে বিজয়ী খেলোয়ারদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।