অপহরণ মামলার ১১ বছর পর মা-মেয়ে উদ্ধার

অপহরণ করে হত্যার পর লাশ গুম করার মামলার ভিকটিম মা জোসনা বেগম ও মেয়ে এসএসসি পরীক্ষার্থী জিবা মনিকে ১১ বছর পর বরিশাল সদর উপজেলার ইছাগুড়া গ্রাম থেকে উদ্ধার করেছে সিআইডি পুলিশ। মঙ্গলবার দুপুরে বরিশাল মেট্রো সিআইডি পুলিশের পরিদর্শক মো. ফরিদুজ্জামান সিআইডির একটি টিম নিয়ে তাদেরকে উদ্ধার করে।

ছাত্রলীগের নতুন কমিটির প্রতিবাদে বিক্ষোভ  : সা.সম্পাদকের কুশপুত্তলিকা দাহ

সিআইডি সূত্রে জানা গেছে, মামলার বাদী ভিকটিমের ভাই সরোয়ার খান বরিশাল কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন- ২০০৭ সালের ৯ জুলাই রাত ৮টায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদের চরআইচা থেকে তার বোন জোসনা বেগম ও ভাগ্নি জেবা মনিকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করে তার দুলাভাই আহমুদুল্লাহ মুন্সী ও তার স্বজনরা। এরপর কোতোয়ালী থানার এসআই মাহবুবুর রহমান তদন্ত করে আহমুদুল্লাহ মুন্সী ও তার ভাই শহীদ মুন্সীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন।

মামলাটি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য আসে। ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতের বিচারক মামলটি অধিক দতন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়। এরপর সিআিইডি তদন্ত করে ভিকটিম জোসনা বেগম ও তার মেয়ে জিবা মনিকে উদ্ধার করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment