শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পরে ৪ গরুর মৃত্যু

সাগর আহামেদ মিলন গাজীপুর প্রতিনিধিঃ                                                                                                                 গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক কৃষকের ৪টি গরু মারা গেছে। শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, শনিবার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বারতোপা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

গরুর মালিক কৃষক মিয়ার উদ্দিন বলেন, অন্যদিনের মতই সকালে তিনি বাড়ি থেকে গরুগুলো নিয়ে মাঠে যাচ্ছিলেন। গরুগুলো রেললাইন ধরে এগিয়ে চলছিল। আমি একটু পিছিয়ে পড়েছিলাম। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস এসে পড়লে কাটা পড়ে ৪টি গরু। অপলোক তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না।” মিয়ার উদ্দিনের সম্বল বলতে ছিল ওই ৪টি গরুই। তিনি দীর্ঘক্ষণ রেললাইনের এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে থাকা মৃত গরুগুলো আগলে থাকেন বলে স্থানীয়রা জানিয়েছে। তার স্ত্রী জামেনা আক্তার বলেন, “অনেক কষ্ট ও সাধনার ধন ছিল গরুগুলো। তিল তিল করে অনেক শ্রমে নিজের সন্তানের মতই লালন-পালন করে বড় করেছিলাম। এই গরুগুলো দিয়ে পরের জমি বর্গা চাষ করতাম। গাভীর দুধ বেচে সংসার চলত। চোর থেকে রক্ষার জন্য স্বামী-স্ত্রী কয়েক বছর ধরে গরুগুলোর সাথেই রাত কাটাতাম। আগামী কোরবানি ঈদে বিক্রি করে ইট দিয়ে ঘর বানানোর স্বপ্ন ছিল।” গরুগুলো মরে যাওয়ায় ইটের ঘর তোলার স্বপ্ন আর বাস্তবায়িত হবে না বলে জানান কৃষক দম্পতির ছেলে খোরশেদ আলম। স্টেশন মাস্টার সাইদুর বলেন, “অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment