জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের সিরিজ জয়

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের সিরিজ জয়

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৭ রানে জয় পেয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছিল পাঁচ উইকেটে। সুতরাং, দুই ম্যাচের এই সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের সিরিজ জয়সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান।গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আফগানিস্তানের দেয়া ১৫৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ২৬ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন সিকান্দার রাজা। আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ২টি, মোহাম্মদ নবী ১টি ও রশীদ খান ২টি করে উইকেট নেন।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ নবী। জিম্বাবুয়ের পক্ষে কাইল জার্ভিস ২টি, টেন্ডাই সাতারা ৩টি, ব্লিজিং মুজারাবানি ২টি ও গ্রায়েম ক্রেমার ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment