বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে শুক্রবারই দেখা করতে চান তার আইনজীবীরা। মূলত কারাগারে খালেদা জিয়ার ব্যক্তিগত কোনো দরকার আছে কিনা সেটি জানার জন্যই আইনজীবীরা দেখা করতে চাইছেন। ইতোমধ্যে দেখা করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া জানান, সকাল থেকেই তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার প্রক্রিয়া চালাচ্ছেন। কারা কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘এখন পর্যন্ত যে খবর পেয়েছি, জেলখানায় সব ঠিকঠাকই আছে। কারাবিধি অনুযায়ী স্বজন এবং আইনজীবীরা দেখা করতে পারেন।
সানাউল্লা মিয়া বলেন, দেখা করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এখন দেখা যাক কি হয়?ঢাকার জেল সুপার জাহাঙ্গীর কবি বলেন,‘শুক্রবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা দেখা করতে আবেদন করেছেন। তাদের দেখা করানো প্রক্রিয়া চলছে।’
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ এ মামলা বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার পুরনো ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসে মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ের পরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।