কচুয়ায় দৈনিক মতলবের আলো’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কচুয়ায় দৈনিক মতলবের আলো’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মাসুদ রানা, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
কচুয়ায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক মতলবের আলো পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কচুয়া পৌর বাজারে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়র প্রদক্ষিন শেষে তালুকদার সুপার মার্কেটে দ্বিতীয় তলায় আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।

কচুয়ায় দৈনিক মতলবের আলো’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতপত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদের সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি এম. সাইফুল মিজানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, কচুয়া বার্তার পৃষ্ঠপোষক মোঃ শাহজাহান তালুকদার, মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন (বাটা), সাধারণ সম্পাদক মনির প্রধান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দিপু প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক মতলবের আলো পত্রিকার কচুয়া প্রতিনিধি আবু সায়েম মৃধা।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, মতলবের আলোর সহ সম্পাদক মানিক দাস, কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সুমন, যায়যায়দিনের কচুয়া প্রতিনিধি শান্তু ধর।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে দৈনিক মতলবের আলো পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment