খালেদাকে ‘কারাগারে রোজনামচা’ পড়ার পরামর্শ মেননের

খালেদাকে ‘কারাগারে রোজনামচা’ পড়ার পরামর্শ মেননের

ওয়াকার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তাকে দুর্নীতির দায়ে আদালত সাজা দিয়েছেন। এতে অবাক হওয়ার কিছু নেই। পৃথিবীর অনেক দেশেই দুর্নীতির দায়ে সরকার প্রধানকে জেল খাটতে হয়েছে।
খালেদাকে ‘কারাগারে রোজনামচা’ পড়ার পরামর্শ মেননেরখালেদার সাজা যারা দুর্নীতি করে তাদের সকলের জন্য সর্তক বার্তা বলেও মন্তব্য করেন তিনি। মেনন বলেন, খালেদা জিয়াকে সব সুযোগ-সুবিধা দেয়া হয়েছে। তিনি এসি রুমে আছেন, চিকিৎসক দেয়া হয়েছে। আবার আদালত তাকে ব্যক্তিগত পরিচারিকা রাখারও অনুমতি দিয়েছেন। আদালত কীভাবে কারাগারে ব্যক্তি পরিচারিকার রাখার অনুমতি দিলেন প্রশ্নও রাখেন তিনি। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘কারাগারের রোজনামচা আন্দোলন সংগ্রামে ভূমিহীন বাস্তুহারা সাধারণ মানুষের ভাগ্যে উন্নয়নে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী বাস্তুহারা লীগ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে ‘কারাগারে রোজনামচা’ বইটি পাঠানো উচিত বলে মন্তব্য করে মেনন বলেন, বইটি পড়লে খালেদা জিয়া জানতে পারবেন বঙ্গবন্ধুসহ জাতীয় নেতারা কত কষ্ট করেছেন কারাগারে। তাই সবার আগে খালেদা জিয়ার কাছে ‘কারাগারে রোজনামচা’ বই পাঠাতে হবে। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপিও আসবে। তাই বিভ্রান্ত না হয়ে ১৪ দলীয় জোটকে সর্তক হতে হবে।

আওয়ামী বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরউদ্দিন খান টেনু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন রাশেদ হাওলাদার, আওয়ামী শাহবাগ থানার সাধারণ সম্পাদক এম এ হামিদ খান ও কলাবাগান থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment