ছেলের মৃত্যুর খবর গোপন রেখে ৯০ মিনিট ফুটবল খেললেন বাবা!

ছেলের মৃত্যুর খবর গোপন রেখে ৯০ মিনিট ফুটবল খেললেন বাবা!

ইরাক প্রিমিয়ার লিগের ফুটবল দল নাফট মেসানের গোলরক্ষক। গত বৃহস্পতিবার তার ছেলে মারা যায়। কিন্তু সেই খবর ক্লাব সতীর্থ এবং কোচের কাছে গোপন রেখে শুক্রবারই খেলতে নামেন। ইরাক প্রিমিয়ার লিগে আল-শর্টার সঙ্গে সেই ম্যাচটি ড্র করে নাফট মেসান। সেই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন আলা আহমেদ। তবে রেফারির শেষ বাঁশি বাজানোর পর ছেলেকে হারানোর কষ্ট আর বুকের মধ্যে চেপে রাখতে পারেননি আলা আহমেদ।
ছেলের মৃত্যুর খবর গোপন রেখে ৯০ মিনিট ফুটবল খেললেন বাবা!মাঠের মধ্যেই কান্নায় ভেঙ্গে পড়েন নাফট মেসানের গোলরক্ষক। আর তখনই বিষয়টি জানতে পারেন তার সতীর্থরা। এরপর সতীর্থরা সমবেদনা জানান আলা আহমেদকে।  ফুটবলে এমন ঘটনা অবশ্য এটাই প্রথম না। গত বছরের নভেম্বরে জন্মের কয়েক ঘণ্টা পরেই মারা গিয়েছিল আমেরিকান ফুটবলার মারকুইজ গোডউইনের সন্তান। কিন্তু সন্তানের মৃত্যুর কিছুক্ষণ পরই খেলতে নেমে পড়েন মারকুইজ। শুধু তাই নয়, দলের হয়ে একটি গোলও করেছিলেন আমেরিকার সেই ফুটবলার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment