উল্লাপাড়ায় জাতীয় গ্রন্থমেলার শুভ উদ্বোধন

উল্লাপাড়ায় জাতীয় গ্রন্থমেলার শুভ উদ্বোধন

ইউসুফ আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আট আনায় জীবনের আলো কেনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার উল্লাপাড়ায় শুরু হয়েছে ৮ম গ্রন্থমেলা-২০১৮ এর । সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ৪ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। অমর একুশে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন জ্ঞানের আলো ট্রাস্টের অর্থায়নে এ মেলার আয়োজন করেছে।
উল্লাপাড়ায় জাতীয় গ্রন্থমেলার শুভ উদ্বোধনমেলায় বিভিন্ন গন্থগার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের ৬০টি স্টল স্থান পেয়েছে। গ্রন্থমেলা বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাসিক আট আনা চাঁদার অর্থে ২০১১ সাল থেকে এ মেলার আয়োজন করা হয়েছে। শিশু কিশোরদের লেখা নিয়ে ‘ফাগুনের আবাহন’ নামে এ বছরও মেলায় একটি স্মরণিকা প্রকাশ করেছে এমপি তানভীর ইমাম। ২৪ ফেব্রুয়ারি মেলার সমাপনী দিনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমাম প্রধান অতিথি থাকবেন। প্রতিবছরের মত এবারও এই গ্রন্থমেলা উল্লাপাড়ার সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন। মেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি তানভীর ইমাম,মারুফ বিন হাবিব উপজেলা চেয়ারম্যান,সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল শরাফত ইসলাম, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা দোওয়ান কউশিক আহম্মেদ সহ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment