রাজবাড়ীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় পেয়াজ ক্ষেত থেকে অজ্ঞাত (২৪) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশনদিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজবাড়ীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারপাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, সকালে দুরশনদিয়া গ্রামের একটি পেয়াজের ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, লাশের ডান পাজরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো সময়ে যুবকটিকে হত্যা করে লাশ ফেলে রেখেছে দুর্বৃত্তরা। মরদেহটির পরিচয় খুঁজতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment