সিঙ্গাপুরের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

সিঙ্গাপুরের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।
সিঙ্গাপুরের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগএসময় রাষ্ট্রপতিকে বিমান বন্দরে বিদায় জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ। রাষ্ট্রপতির সফরে তাঁর স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। ছয়দিনব্যাপী এই সফরকালে আবদুল হামিদ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন। আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এসব তথ্য জানিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment