আর্জেন্টিনার রুশ দূতাবাসে ৪০০ কেজি কোকেন জব্দ, গ্রেফতার ৫

আর্জেন্টিনার রুশ দূতাবাসে ৪০০ কেজি কোকেন জব্দ, গ্রেফতার ৫

মাদকের একটি বড় চালান আটক করেছে আর্জেন্টিনা পুলিশ। দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের রাশিয়ান দূতাবাসে মাদকের এই চালান ধরা পড়ে। আটক মাদক কোকেন। পরিমাণ ৪০০ কেজি। বাজার মূল্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ৪১০ কোটি টাকা (১ ডলার=৮২ টাকা)এতে পাঁচ জন গ্রেফতার হয়েছেন। যাদের দুই জন আর্জেন্টিনার ও তিন জন রাশিয়ার নাগরিক। স্থানীয় সময় বৃহস্পতিবার আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিক এ তথ্য নিশ্চিত করেছেন।

আর্জেন্টিনার রুশ দূতাবাসে ৪০০ কেজি কোকেন জব্দ, গ্রেফতার ৫

 

বুলরিক আরো বলেন, এক বছরের প্রচেষ্টায় মাদক পাচারকারী এই চক্রটিকে গ্রেফতার করতে সমর্থন হন তারা। ২০১৬ সালে রাশিয়ার এক সাবেক রাষ্ট্রদূত কোকেন পাচার সম্পর্কে আর্জেন্টিনা পুলিশকে তথ্য দেয়। সেই রাষ্ট্রদূতের পরামর্শে আর্জেন্টিনা ও রাশিয়ান পুলিশ যৌথ অনুসন্ধান চালিয়ে মাদকের এই চালান জব্দ করে। মাদক পাচারকারী চক্রটি খুঁজে বের করতে রাশিয়া থেকে সিকিউরিটি সার্ভিসের লোকেরা ৩ বার আর্জেন্টিনা সফর করেছিল। তারা তদন্তে আর্জেন্টিনা পুলিশকে সহায়তা করে।

 

সূত্র : এএফপি,এবিসি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment