দোহারের চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নৌযান ’শিক্ষাতরী’সুচনা

দোহারের চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নৌযান ’শিক্ষাতরী’সুচনা

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি(ঢাকা):-
দোহার উপজেলার বিছিন্ন চরাঞ্চলের শিক্ষার্থীদের বিনাখরচে স্কুল-কলেজে যাতায়াত করার লক্ষ্যে দীর্ঘদিনের স্বপ্ন নৌযানটি অবশেষে সরকারের অর্থায়নে পদ্মায় ভাসলো।শিক্ষাতরী নৌযানটি দোহারের ইউএনও কেএম আল-আমিন এলজিএসপি’র ৪লক্ষ টাকা অর্থায়নে বিছিন্ন চরাঞ্চলের শিক্ষা র্থীদের বিনাখরচে স্কুল-কলেজে যাতায়াত করার লক্ষ্যে নির্মান করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ নদীরঘাটে এলজিএসপির আওতায় নির্মিত নৌযানটি উদ্ধোধন ডিডিএলজি ঢাকা মো.জিয়াউল হক।
  দোহারের চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নৌযান ’শিক্ষাতরী’সুচনাএ সময়ে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী নাহিদ রসুল,দোহারের ইউএনও কেএম আল-আমিন,এসিল্যান্ড সালমা খাতুন, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান মো.সালাউদ্দিন দরানী,উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিছিন্ন চরাঞ্চলের শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ। নারিশা ইউনিয়নের চেয়ারম্যান মো.সালাউদ্দিন দরানী আগামীর সময়কে জানান,গতবছর বিছিন্ন চরাঞ্চলের নারিকেলবাড়িয়া,বিলাশপুর,মধূরচরসহ পদ্মার চরে থাকা জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৭জন পরীক্ষার হলে সময়মত উপস্থিত হয়ে পরীক্ষা দিতে না পারায় বিষয়টি উপজেলা উন্নয়ন সভায় আলোচণায় তুলে ধরা হয়।তার ধারাবাহিকতায় ইউএনও কেএম আল-আমিন এলজিএসপির অর্থায়নে নৌযানটি নির্মান করা হয়।আজ থেকে বিছিন্ন চরাঞ্চলের শিক্ষার্থীরা বিনাখরচে স্কুল-কলেজে যাতায়াতের জন্য বিনামুল্যে ব্যবহার করবে এই শিক্ষাতরী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment