পদত্যাগ করতে পারেন ট্রাম্পের দুই সহযোগী

পদত্যাগ করতে পারেন ট্রাম্পের দুই সহযোগী

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই সহযোগী পদত্যাগ করতে পারেন। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের চার শীর্ষ কর্মকর্তা।
পদত্যাগ করতে পারেন ট্রাম্পের দুই সহযোগী

 

সূত্র মতে, এইচ আর ম্যাকমাস্টার ও জন কেলির পদত্যাগ নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি ট্রাম্প এই দুজনের সমালোচনা করেন। এরা সামরিক বাহিনীর লোক। এরা ট্রাম্পের কর্মসূচি নির্ধারণ করে থাকেন। ট্রাম্প প্রশাসনে এদের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আরেকজন চীফ অব স্টাফ। এ দুজন ব্যক্তি ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত।

 

এদের দুজনের মধ্যে একজন অথবা দুজনকেই পদ ছাড়তে হতে পারে। এমন কানাঘুষা চলছে হোয়াইট হাউজে। এদের পদত্যাগ নিয়ে মুখ খোলেননি হোয়াইট হাউজের মুখপাত্র রাজ শাহ। প্রেস সেক্রেটারি সারা সান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাদের টিম নিয়ে সন্তুষ্ট আছেন। জেনারেল ম্যাকমাস্টারের ওপর তার আস্থা আছে।

 

যাদেরকে নিয়ে এই আলোচনা, সেই ম্যাকমাস্টার ও কেলিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। সূত্র : রয়টার্স

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment