ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

ফেনী প্রতিনিধিঃ-
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ চালক ইকবাল হোসেন পাটোয়ারি (৩৫) ও মিল শ্রমিক শামিম হোসেন (৩৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ফেনী মুহরীগঞ্জের ছনুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়া মোহাম্মদিয়া ময়দার মিলের সামনে মিলের নিজস্ব
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২একটি পিকআপ বিকল হয়ে গেলে মেরামত করা অবস্থায় পেছন থেকে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যান এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপ চালক ইকবাল হোসেন পাটোয়ারি ও মিল শ্রমিক শামিম হোসেস নিহত হয়। অপর এক শ্রমিক আলী ফরায়েজী গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম দুর্ঘটনা এবং নিহতের সত্যতা নিশ্চিত করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment