মোড়েলগঞ্জের গুলিশাখালী গ্রাম থেকে লাখ টাকার সুন্দরী কাঠ উদ্ধার

মোড়েলগঞ্জের গুলিশাখালী গ্রাম থেকে লাখ টাকার সুন্দরী কাঠ উদ্ধার

আবু-হানিফ, বাগেরহাট:-
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামে সুন্দরবনের একটি বাঘ হত্যার একমাসের মাথায় এবার মিলেছে এক লাখ টাকা মূল্যের সুন্দরী কাঠ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুন্দরবন থেকে ৫কিলোমিটারের মধ্যে কুদঘাটা এলাকায় একটি খালে ট্রলারসহ আটক করা হয় ২৯পিচ সুন্দরী কাঠ। এতে কমপক্ষে ১শ’২০ঘনফুট কাঠ রয়েছে। যার স্থানীয় মূল্য প্রায় ১ লাখ টাকা।
মোড়েলগঞ্জের গুলিশাখালী  গ্রাম থেকে লাখ টাকার সুন্দরী কাঠ উদ্ধারগুলিশাখালী টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কালু মিয়া বলেন, কাঠ পাঁচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে জিউধরা ফরেষ্ট ক্যাম্পের বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ট্রলারটি আটক করেন। পরে গুলিশাখালী টহল ফাঁড়ির নিকট তা হস্তান্তর করা হয়। এ সম্পর্কে পূর্ব সুন্দরবন বিভাগের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা বলেন, ট্রলারসহ ২৯পিচ কাঠ জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। প্রসংগত, ধানসাগর ষ্টেশনের অধীন গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকা থেকে গত ২৩ জানুয়ারি একটি বাঘ লোকালয়ে ঢুকে কয়েকজনকে আক্রমন করলে স্থানীয়রা বাঘটিকে পিটিয়ে হত্যা করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment