বলিউডের রূপের রানী খ্যাত অভিনেত্রী শ্রীদেবী মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন। গতকাল শনিবার রাত ১১টায় দুবাইতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
শনিবার সন্ধ্যায় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন নাগিন খ্যাত এই অভিনেত্রী। অনুষ্ঠানে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট এ মৃত্যু হয়েছে শ্রীদেবীর। এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বিয়ের অনুষ্ঠানে শ্রীদেবীর একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে।
শ্রীদেবীর শেষ সেলফি
যারা মধ্যরাতেও এ পাড়ায় ছিলেন তারা এই দুঃসংবাদ পেয়ে যেন বার বার ভাবছিলেন এ বোধ হয় ভুয়ো খবর, যা হোক্স নামেই বেশি পরিচিত৷ বহু সেলেবকে নিয়েই মাঝে মধ্যেই এমন নিন্দনীয় কাণ্ড ঘটে থাকে৷ তাই বার বার বিভিন্ন সোর্স থেকে কনফার্ম করতে করতে শেষ পর্যন্ত সেই কঠিন সত্যটার মুখোমুখি হতেই হল৷
শ্রীদেবী মানে তো শুধু এক অভিনেত্রী নন৷ তিনি একাধারে বহু কিছু৷ একটা অধ্যায় বললেও বুঝি বা কম পড়ে যাবে৷ চলচ্চিত্র জগতকে তিনি কিছু দিতে কার্পণ্য করেননি৷ তার প্রতিভা উপচে পড়েছে অভিনয়ের প্রতিটি আঙিনায়৷ সদমা হোক বা চালবাজ অথবা ইংলিশ ভিংলিশ, কিংবা হালফিলের মম, কি দিয়ে বর্ণনা করবেন তাকে? ইনস্টাগ্রাম থেকে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় সবটুকু জুড়ে তিনি৷ তার শেষ সেলফি আজ ভাইরাল৷ এই হাসিমুখ কি সত্যিই কি আর দেখা যাবে না?
তার মৃত্যুর সময় উপস্থিত ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি৷ অভিনেতা-দেওর সঞ্জয় কাপুর জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনাটি রাত্রি ১১ থেকে ১১.৩০ মধ্যে ঘটে৷ অভিনয় জগত থেকে ক্রীড়াজগত, রাজনৈতিক মহল থেকে ভক্তমহলে শোকের ছায়া৷ অভিনয় জগতে নিজের জায়গা পেতে কম পরিশ্রম করতে হয়নি৷ নিজের প্রতিভা আর পরিশ্রমকে পুঁজি করেই এত প্রতিযোগীতার মধ্যেও নিজের ভাগ্য যেন নিজেই লিখে নিয়েছিলেন৷ তবে কেরিয়ারের মধ্য গগণে থাকতে থাকতেই বিয়েটা সেরে ফেলেন শ্রীদেবী৷ সংসারও করেন চুটিয়ে৷ আবার বলিউডে কামব্যাকও হয়েছিল চেনা শ্রীদেবীর মতোই৷ উচ্ছ্বসিত ছিলেন মেয়ের ডেবিউ নিয়ে৷
তবে সব লেখা হয়তো পাল্টানো যায় না৷ তাই জীবনের সবথেকে খুশির মুহূর্ত উপভোগের আগেই চিরবিদায় জানালেন শ্রী৷