সাভারে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী আটক

সাভারে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী আটক

সাভারে হাসিনা বেগম নামের (৩০) এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় গৃহবধুর স্বামী আহসান হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সাভারে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী আটকসাভারের সোবাহানবাগ এলাকার এখলাস উদ্দিনের বাড়ি থেকে সোমবার দুপুরে হাসিনার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, দুপুরে নিজ ভাড়া ঘরের একটি কক্ষে জানালার সাথে ঝুলন্ত অবস্থায় হাসিনার স্বামী আহসান মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এলাকাবাসী জানায়, হাসিনার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পা দিয়ে রক্ত ঝড়ছিলো। হাসিনার বাড়ি দিনাজপুর জেলার খাঁনসামা থানার টংগুয়া গ্রামে। তার ১০ মাস বয়সী হাফিজ উদ্দিন শিহাব নামে এক শিশু সন্তান রয়েছে। হাসিনাকে হত্যা করে মরদেহ জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের।

সাভার মডেল থানার এসআই আবুল কাসেম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment