মোদীর সঙ্গে জর্ডান বাদশাহর সাক্ষাৎ

মোদীর সঙ্গে জর্ডান বাদশাহর সাক্ষাৎ

ফিলিস্তিন ইস্যুতে কথা বলতে ভারতে এসেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ।। বিন আল-হুসেইন। বৃহস্পতিবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রতিরক্ষা, সংস্কৃতি নিয়ে চুক্তি হতে পারে দুই দেশের সঙ্গে। সন্ত্রাসবাদ, চরমপন্থাবাদ ও মৌলবাদ নিয়ে বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষর হতে পারে।
মোদীর সঙ্গে জর্ডান বাদশাহর সাক্ষাৎমোদীর সঙ্গে বৈঠক করেছেন বাদশাহ আবদুল্লাহ। এদিন ভারতের আগ্রা ও জর্ডানের পেট্রার মধ্যে দুটি চুক্তি স্বাক্ষর হয়। এছাড়া স্বাস্থ্য, সংস্কৃতির ওপর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বাদশাহ আবদুল্লাহ বলেন, বিশ্ব যুদ্ধ করছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কোনো ধর্মের বিরুদ্ধে নয়। সবাই চরমপন্থা, সহিংসতাকে ঘৃণা করে। জর্ডান শান্তির জন্য কাজ করে। বিশ্ব একটি পরিবারের মতো, হতে পারে মানুষে মানুষে ভিন্নতা আছে। সবাইকে দায়িত্ব নিয়ে এই পৃথিবী গড়তে হবে। মোদী বলেন, জর্ডান এমন একটি দেশ যে ভূমি থেকে ঈশ্বর বিশ্ববাসীকে বাণী দিয়েছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment