ঢাবিতে পতাকা দিবস উদযাপিত

ঢাবিতে পতাকা দিবস উদযাপিত

২ই মার্চ ঐতিহাসিক `পতাকা উত্তোলন দিবস’। আর এ মহান দিবস উদযাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে।

ঢাবিতে পতাকা দিবস উদযাপিত

শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা। জাতীয় সংগীত পরিবেশিত হওয়ার পর আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, ‘১৯৭১ সালের ২ মার্চ তৎকালীন ছাত্রবৃন্দের নেতৃত্বে, সর্বাত্মক ছাত্রদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়।আর এ পতাকা উত্তোলন মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস হিসেবে কাজ করেছিল।’

 

উপাচার্য বলেন, ‘পতাকা উত্তোলনের পর সারাদেশের মানুষের মাঝে যে চেতনা সৃষ্টি হয়েছিল, তা মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে সহায়তা করেছিল।’ আখতারুজ্জামান বলেন, ২ মার্চ পতাকা উত্তোলনের চেতনায় উজ্জীবিত হয়ে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে জনতার ঢল নেমেছিল। বঙ্গবন্ধুর ডাকে সারাদেশে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। অসহযোগ আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।”

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ উপাচার্য বলেন, ‘জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানানো সবার নৈতিক দায়িত্ব। জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের সম্মান যাতে কোনভাবে ক্ষুণ্ন না হয়, সেদিকে ছাত্রসমাজকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শিবলি রুবাইয়াত, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন সহ প্রমুখ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর। আলোচনা অনুষ্ঠানের পর দেশাত্ববোধক গান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment