নওগাঁয় জাতীয় পাট দিবস পালিত

নওগাঁয় জাতীয় পাট দিবস পালিত

বিকাশ চন্দ্র প্রাং, স্টাফ রিপোর্টার, নওগাঁঃ মঙ্গলবার নওগাঁয় জাতীয় পাটদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে গতকাল সাড়ে ১০টায় পুরনো কালেক্টরেট ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এতে নেতৃত্ব দেন।
নওগাঁয় জাতীয় পাট দিবস পালিতশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি পিটিআই চত্বরে আয়োজিত আলোচনাসভায় গিয়ে শেষ হয়। পরে সেখানে “সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” শিরোনামে আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম মুশতানজিদা পারভীন, নওগাঁ সরকারী কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার প্রমুখ। জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার পাটের হারানো ঐতিহ্য ফিরে আনতে কৃষকদের পাট চাষে উৎসাহী করে তুলতে ১৭ ধরনের পণ্যের ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামুলক করেছেন। #

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment