৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ায় রাবি সমাজবিজ্ঞান বিভাগের আনন্দ র‌্যালী

৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ায় রাবি সমাজবিজ্ঞান বিভাগের আনন্দ র‌্যালী

রাবি প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্র্তৃক “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ র‌্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ।
৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ায় রাবি সমাজবিজ্ঞান বিভাগের আনন্দ র‌্যালী বুধবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে বিশ্ববিদ্যালয় সাবাশ বাংলাদেশ চত্বরে গিয়ে র‌্যালিটি শেষ হয়।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো.জুলফিকার আলী ইসলামের নেতৃত্বে এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন, বিভাগীয় অধ্যাপক ড. ওয়ারদাতুল আকমাম, সহযোগী অধ্যাপক ড. আবু রাসেল মুহা রিপন, সহকারী অধ্যাপক মো.শফিকুজ্জামান জোয়ার্দ্দার ও এ কে আনোয়ারসহ বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment