শাকিবের বড় বোন দীপা খন্দকার

শাকিবের বড় বোন দীপা খন্দকার

বৃহস্পতিবার সকালেই অভিনেত্রী দীপা খন্দকার তার ফেসবুকে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। কলকাতায় আমেরিকান দূতাবাসে অপেক্ষারত দীপা শাকিব খানের সঙ্গে এই সেলফি তোলেন।

শাকিবের বড় বোন দীপা খন্দকারমূল কথা হলো দীপা খন্দকার প্রথমবারের মতো কোনো বাণ্যিজ্যিক ঘরানার চলচ্চিত্রে অভিনয় করছেন। নাম ‘ভাইজান এলোরে’। এই চলচ্চিত্রে দীপা অভিনয় করছেন শাকিবের বড় বোনের চরিত্রে। এদিকে এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর। ছবির শুটিংয়ের জন্য বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন বলে জানিয়েছেন।

দীপা তার চরিত্রটি সম্পর্কে বলেন, ছবিতে প্রধান তিনটি নারী চরিত্রের একটিতে দর্শক আমাকে দেখতে পাবেন। অন্য দুটি চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার পায়েল সরকার ও শ্রাবন্তী চ্যাটার্জি। শাকিবের সঙ্গে কাজ করে অনেক ভালো লাগছে। কাজের ক্ষেত্রে সে অনেক সিরিয়াস। আগামী ১২ মার্চ পর্যন্ত দীপা কলকাতার একটি জমিদার বাড়িতে এই চলচ্চিত্রের শুটিং করবেন। চলতি মাসের তিন তারিখ থেকে তিনি এই চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment