ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরুএসময় জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের আয়োজনে এর আগে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। এবারের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৭ টি স্টল স্থান পেয়েছে। আগামী ১১ মার্চ শেষ হবে এ মেলা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment