লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেলের দিনভর গণসংযোগ

লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেলের দিনভর গণসংযোগ
মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ):
গতকাল শুক্রবার অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম লৌহজংয়ে তিনটি স্থানে গণসংযোগ করেছেন। এরমধ্যে সকালে তিনি উপজেলার মশদগাঁও গ্রামে জার্মান প্রবাসী অধ্যাপক আবদুর রহমানের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের এক উঠোন বৈঠকে মিলিত হন। এরপর অ্যাটর্নি জেনারেল দুপুরে হলদিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেলের দিনভর গণসংযোগসেখানে তিনি আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের দোয়া চাই, আপনাদের পাশে থাকতে চাই। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উক্ত মসজিদের উন্নয়নের জন্য ব্যক্তিগতভাবে ২ লাখ টাকা দান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উক্ত মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ) আলহাজ মো. আবুল বাসার, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামসুল হক ওরফে সামচু হাজী, যুব ও ক্রীড়া সম্পাদক রাশেদুল হক মুন্না, সুপ্রিমকোর্টের আইনজীবী মো. মাসুদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইলিয়াস আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাবুল মুন্সী, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুস সালাম মোল্লা প্রমুখ। সেখান থেকে এরপর অ্যাটর্নি জেনারেল খিদিরপাড়া গ্রামে দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাইদুর রহমান টুটুলের তিন মেয়ের আকিকা অনুষ্ঠানে যোগ দেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment