দোহারের করিমগঞ্জের বটতলা থেকে ১৬ লক্ষ ১২ হাজার টাকা ছিনতাই

দোহারের করিমগঞ্জের বটতলা থেকে ১৬ লক্ষ ১২ হাজার টাকা ছিনতাই

 আবুল হাশেম ফকির :-

ঢাকা দোহারের করিমগঞ্জ বটতলা সংলগ্ন হইতে বিকাল ৪.১৫ মিনিটে কার্তিকপুর ব্রাক ব্যাংক শাখার ১৬ লক্ষ ১২ হাজার টাকা ছিনতাই হওয়ার খবর পাওয়া গিয়াছে। কার্তিকপুর শাখার ব্রাক ব্যংকের ম্যানেজার সব্রত সরকার আগামীর সময়কে বলেন প্রতিদিনের সিডিউল অনুযায়ী ২টা পর্যন্ত যে লেনদেন হয় সেই ১৬ লক্ষ ১২ হাজার টাকা জয়পাড়া শাখার ডাচ্ বাংলা ব্যাংকে দুইজন কর্মচারীকে দিয়ে জমা করার জন্য পাঠাই।

আমার দুইজন কর্মচারী একটি মটর বাইকে করে টাকা নিয়ে আসার পথে উপজেলা রাইপাড় ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের বটতলা পার হয়ে একশত গজ দুরে এই ছিনতাইর ঘটনাটি ঘটে। এত গুলো টাকা পুলিশের সহযোগীতা ছাড়া পাঠানোর কারন জানতে চাইলে উপরের নির্দেশে আমরা এইভাবে ব্যংকে জমা করার জন্য পাঠাই। দৈনিক আগামীর সময়কে ম্যানেজার সুব্রত সরকার এই কথা বলেন। এব্যাপারে দোহার থানা পুলিশ খবর পেয়ে ওসি তদন্ত মুন্সী ইয়াছিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পৌছায়। ব্রাঞ্চ ম্যানেজার সুব্রত সরকার সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment