১৫ দিনের মধ্যে অবৈধ ড্রেজার উচ্ছেদের ঘোষনা দিলেন ভেদরগঞ্জ ইউএনও

১৫ দিনের মধ্যে অবৈধ ড্রেজার উচ্ছেদের ঘোষনা দিলেন ভেদরগঞ্জ ইউএনও

আসাদ গাজী ,শরীয়তপুর প্রতিনিধিঃ
আগামী ১৫ কার্য দিবসের মধ্যে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে সকল অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ।

গতকাল সোমবার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুরে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ শেষে তিনি এ ঘোষনা দেন। এছাড়া কয়েকদিন পূর্বে আরশিনগর ইউনিয়নের সিকদার কান্দি এলাকা থেকেও তিনি ২টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ড্রেজার গুলো রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর ব্রীজের পাশে পদ্মার একটি শাখা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে । মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। আগামী ১৫ দিনের মধ্যে ভেদরগঞ্জের অন্যান্য এলাকায় আমারা অভিযান পরিচালনা করবো

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment