২টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে করিম চৌধুরী

২টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে করিম চৌধুরী

আমির হামজা রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম রাউজান উপজেলায় ২টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো নির্মাণের লক্ষ্যে গত (১৩-মার্চ) মঙ্গলবার এ উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করে রাউজান-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধনকৃত সড়কগুলো হলো ৯নং পাহাড়তলী ইউনিয়নের শাহাদুল্লাহ কাজীর বাড়ীর এলাকার লাল মিয়া সড়ক ও অারো একটি নতুন সড়ক। এতে লাল মিয়া সড়কে ব্যয় হয়েছেন ৯লক্ষা টাকা ও নতুন সড়কে হবে প্রায় ৪লক্ষ টাকা।

এসময় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন কালে ফজলে করিম চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  তাই সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রাউজান উপজেলার ভাইস-চেয়ারম্যান অালহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা অাওয়ামীলিগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দোস্ত মোহাম্মাদ খান, পাহাড়তলী ইউনিয়নের (ভারপ্রাপ্ত)  সভাপতি নুরু নবী, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের (ভারপ্রাপ্ত) অধক্ষ্য সরওয়ার কামাল চৌধুরী, রাউজান উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ অাব্দুল জব্বার সোহেল, সহ-সভাপতি মো: জাহঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, দক্ষণি রাউজান ছাত্রলীগের সভাপতি সৈয়দ মেজবা উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন,  সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান রাসেল।

ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের (ভারপ্রাপ্ত)  সভাপতি মোঃ সাহাবউদ্দীন।  এলাকাবাসীর মধ্য বক্তব্যে রাখেন, ইদ্রিচ মিয়া, শফি মুন্সী, সাবেক ইউপি সদস্য বেলাল উদ্দিন, ইউপি সদস্য হাজী অামির হোসেন, ইউপি সদস্য খুরশিদা বেগম, ইউপি সদস্য রিনা দত্ত, সালাউদ্দিন,পারভেজ, সাহাবু, অানোয়ার, মনির হোসেন, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় করেন আমির হামজা ও মামুন, এতে সভাপতিত্ব করেন নবীন সংঘের সভাপতি মো জালাল উদ্দিন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment