নিপীড়ন অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা

নিপীড়ন অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি । গতকাল ১৫ মার্চ বিকাল ৩টা ২০ মিনিট নাগাত প্রতিবেদন রেজিস্ট্রার বরাবর জমা দেয়া হয় ।

গত ২৬ ফেব্রুয়ারি ফোকলোর বিভাগের শিক্ষার্থী আসমাউল হোসনা শান্তা কে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামীম নিপীড়ন করেছে বলে অভিযোগ উঠে। সেই প্রেক্ষিত বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে । কমিটিকে প্রথমে ৩ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলে কিন্তু তা সম্ভব হয় নি তদন্ত কমিটির । পরবর্তীতে  তদন্ত কমিটি ৩ সপ্তাহের সময় চায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পরে প্রশাসন শিক্ষার্থীদের চলমান আন্দোলনের  প্রেক্ষিত তা কমিয়ে ১০ কর্মদিবস সময় দেয় ।

তদন্ত প্রতিবেদন জমার বিষয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর এবং সহকারী প্রক্টর ও তদন্ত কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম নিশ্চিত করেছেন ।

উল্লেখ্য তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে কি হবে বিশ্ববিদ্যালয়ের  সিদ্ধান্ত। আগামী রবি অথবা সোমবার নাগাত প্রকাশ পেতে পারে এই তদন্তের রায় ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment