দাকোপের বাজুয়ায় শ্রীমদ্ভগবদ গীতা পাঠদানের  লক্ষ্যে গীতা স্কুল এর শুভ উদ্ভোধন

দাকোপের বাজুয়ায় শ্রীমদ্ভগবদ গীতা পাঠদানের  লক্ষ্যে গীতা স্কুল এর শুভ উদ্ভোধন
পাপ্পু সাহা,দাকোপ,খুলনাঃ-
খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে, ওঁ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু একতাই সততা যুব সংঘ বাজুয়া দাসপাড়া কর্তৃক  প্রতিষ্ঠিত ও পরিচালিত। মানব জীবন ও ধর্ম দর্শনের মূল মন্ত্র চালিকা শক্তি শ্রীমদ্ভগবদ গীতা পাঠদানের  লক্ষ্যে
গীতা স্কুল এর শুভ উদ্ভোধনী  অনুষ্ঠান ও শ্রীমদ্ভভাগবত  আলোচনা সভা ১৮ই মার্চ রোজ রবিবার, সন্ধ্যা ৬টায়
বাজুয়া দাসপাড়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
 উক্ত অনুষ্ঠানে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডঃ রজত কান্তি শীল, সদস্য, জেলা পরিষদ, খুলনা।
সম্মানিত আলোচক শ্রী অদ্বৈত দাস, পাইকগাছা, খুলনা।
বিশেষ আলোচক শ্রী কুমারেশ চন্দ্র মন্ডল, অধ্যাপক, সরকারি এল,বি,কে মহিলা মহা বিদ্যালয়, অশোক কুমার মন্ডল, প্রধান শিক্ষক,পূর্ব বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিকু দাস, সভাপতি, একতাই সততা যুব সংঘ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন  জি, পি, এস, মৃণাল সরকার দাশ উপদেষ্টা একতাই সততা যুব সংঘ, শিক্ষক, গীতা স্কুল।
আলোচক বৃন্দরা সকল জীবের মঙ্গল কামনার মাধ্যমে উক্ত গীতা স্কুল উদ্ভোধন ও অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment