কলাপাড়ার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ২০১৮ইং সালের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মো.মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি; কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ২০১৮ইং সনের এইচ,এস,সি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা ১১ঘটিকায় কলেজ মিলনায়তনে কলেজের সকল ছাত্র-ছাত্র-ছাত্রীদের আয়োজনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। কলেজের অধ্যক্ষ মো.কলিমুল্লাহ এর দিক-নির্দেশনা ও পৃষ্টপোষোকতায় তার অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইতিহাস বিভাগের প্রভাষক মো.মাইনুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মহিপুর এস,আর,ও,এস,বি সমিতি লি. এর সভাপতি মো.সোরওয়ার্দী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মো.মিজানুর রহমান বুলেট আকন, আহবায়ক, মহিপুর থানা যুবলীগ ও ইনকিলাব প্রতিনিধি। এছাড়াও বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত থাকেন মো.শাহ আলম এবং মো.দুলাল আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাল্যদান ও বিদায়ী সংগীতের মাধ্যমে বিদায় জানান কলেজের অধ্যায়নরত শিক্ষার্থীরা। এ সময় বিদায়ী ও অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে এক আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথির পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মো.সলিমুল্লাহ, মো.আনোয়ার-উল-ইসলাম ও চঞ্চল সাহা প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment