রাবিতে কোটা সংস্কার আন্দোলন কমিটির দু:খ প্রকাশ

রাবিতে কোটা সংস্কার আন্দোলন কমিটির দু:খ প্রকাশ

রাবি প্রতিনিধি:-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের পরিষ্কার- পরিচ্ছন্নতা কর্মসূচি পালনকালে সাবাশ বাংলাদেশ চত্ত্বরে শিক্ষার্থীরা অসাবধানতাবশত ঝাড়– উপরে তোলায় দু:খ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আহ্বায়ক কমিটি। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলন কমিটির আহ্বায়ক মাসুদ মোন্নাফ ও যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কর্মসূচিতে ঝাড়– উপরে তোলা নিষেধ থাকা সত্ত্বেও অসাবধানতাবশত কিছু শিক্ষার্থী সাবাশ বাংলাদেশ চত্বরে তা উপরে তোলে। এ কর্মসূচি থেকেই এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তাই এ ঘটনার জন্য আহ্বায়ক কমিটি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।
আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী । তার আদর্শের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজকে আমরা আগেও সমর্থন করিনি, ভবিষ্যতেও করবনা। আগামীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো। সেই সাথে যারা আমাদের এ শান্তিপূর্ন আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে তাদের এ কর্মকান্ডকে তীব্র নিন্দা জানাই।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment