জগন্নাথপুরে মেধা ও প্রতিভা বিকাশের লক্ষে মেধা যাচাই পরীক্ষা ও বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন

জগন্নাথপুরে মেধা ও প্রতিভা বিকাশের লক্ষে মেধা যাচাই পরীক্ষা ও বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর শহরের আলী কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার সকাল ১০টা মেধা ও প্রতিভা বিকাশের লক্ষে মেধা যাচাই পরীক্ষা ও বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলার মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক আবু বক্কর সিদ্দিক যৌথভাবে পরিচালনা করেন তৈয়বুর রহমান ও রহুল আমীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মোস্তাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সুনামগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন,কিশোরকন্ঠ পাঠক ফোরামের সুনামগঞ্জ জেলার পৃষ্টপোষক ও সাংবাদিক আবুল হোসাইন।
সভায় আরো বক্তব্য রাখেন সমাজ সেবক আব্দুল কাইয়ুম,জগন্নাথপুর বাজার ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, সাংবাদিক আলী আছগর ইমন, মো.গোলাম সারোয়ার,সুনামগঞ্জ জেলার মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের আহবায়ক রেজাউল করিম রিপন,সাবেক আহবায়ক সেলিম উদ্দিন,জগন্নাথপুর উপজেলার মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সদস্য মনিরুজ্জামান পিয়াস,জহিরুল ইসলাম,শাহানুর উদ্দিন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক জুয়েল আহমদ মাহিন,ছাত্রনেতা বদরুল আলম রনি,স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র শাহ রাকিবুল হুদা মেহেদি,মাহদুল ইসলাম মাহি,বিশাল কৃঞ্চ দাশ,মুরসালিন,আবু তাহের রনি, সুমন হোসাইন,শাহজালাল জামেয়া দ্বীনিয়া জগন্নাথপুরের ছাত্র সালমান সাকিব,কয়েছ আহমদ,খালিদ সাইফুল্লাহ,জহিরুল ইসলাম,রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে আসা শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোন ধর্মই তাকে সন্ত্রাসী হতে শিক্ষা দেয়না,আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার উপর আরো গুরুত্ব দিতে হবে। একজন ছাত্রকে যে বিষয়ের উপর বেশী গুরুত্ব দিতে হবে সে বিষয়গুলো হলো, পরিশ্রম প্রিয়তা হতে হবে,সকলের সাথে ভাল ব্যবহার করতে হবে,সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে,ধর্মীয় অনুশাসন থাকতে হবে। তিনি আরো বলেন,আমাদের জ্ঞানের মাধ্যমে এগিয়ে যেতে হবে,আজকে যারা বির্তক প্রতিযোগীতায় সাফল্য অর্জন করেছো আগামী আরো ভাল করতে হবে,আজকে বিশেষ কেউ শক্তি দিয়ে বিজয়ী হয়ে নাই,যারা জ্ঞানের আলোয় আালোকিত হয়েছে তারা আজকে বিশে^ নেতৃত্বে দিচ্ছে। জগন্নাথপুরের সকল শিক্ষার্থী আগামী দিনে বাংলাদেশের প্রত্যেক স্থানে নেতৃত্ব দিবে বলে আমি মনে করি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment