মৃত্যুকুপ সাদাপুরের মধ্যপাড়ার ব্রিজ

মৃত্যুকুপ সাদাপুরের মধ্যপাড়ার ব্রিজ

 আসাদুল হক নবাবগঞ্জ প্রতিনিধি (ঢাকা)

সাদাপুর একটি জনবহুল গ্রাম। এর মোট জনসংখ্যা প্রায় ২৫০০-৩০০০ জন। বান্দুরা ২ নং ওয়ার্ডের ভোট বাক্স বলা হয় গ্রামটি কে। এই গ্রামের কেন্দ্রে রয়েছে একটি খাল, যা পারাপারের জন্য ব্যাবহৃত হয় একটি অতি পুরোনো ব্রীজ। যার দুই পাশের রাস্তা বলতে গেলে ব্যাবহার অযোগ্য। নির্বাচনের সময় বিভিন্ন পার্থীরা ব্রিজের দুপাশের রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাদের আর খোঁজে পাওয়া যায় না। প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ শতশত মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে। গ্রামের প্রধান রাস্তা হওয়া সত্বেও ব্যাবহার অযোগ্য হওয়ার কারনে পায়ে হাটা ছাড়া চলাচলের কোন উপায় নেই। এছারা বর্ষার সময় রাস্তাটি আরো ভয়াবহ রুপ ধারন করে। বৃস্টির দিনে দুর্ঘটনার মত অনেক ঘটনাই ঘটে এই রাস্তাটিতে, দৈনিক বিভিন্ন ব্যাপার হয়ে দাড়ায়। এলাকার ভুক্তভোগী মানুষ ” দৈনিক আগামীর সময়” এর কাছে তাদের সমস্যার কথা তুলে ধরে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment