সিরাজদিখানে মাদক বিরোধী সমাবেশ ও শপথ অনুষ্ঠান

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদী গ্রামে চলন্তিকা সংসদের খেলার মাঠে মাদক বিরোধী সমাবেশ ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চম্পকদী এলিট সমিতির আয়োজনে শুক্রবার বিকাল ৫ টায় অনুষ্ঠান শুরু হয়। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
সিরাজদিখানে মাদক বিরোধী সমাবেশ ও শপথ অনুষ্ঠানইছাপুরা জনতা সংসদ ও চম্পকদী চলন্তিকা সংসদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলিট সমিতির সভাপতি শেখ আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কাশেম, সহকারি কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, অফিসার ইন-চার্জ মো. আবুল কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল মতিন হাওলাদার, চলন্তিকা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আনোয়ার হোসেন বাদল, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, উপজেলা আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক এ্যাড. ইসলাম শেখ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment