সিরাজদিখানে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

সিরাজদিখানে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বেতকা-ইছাপুরা সড়কে রবিবার সন্ধ্যায় মোটর সাইকেলের ধাক্কায় পারুল বেগম (৪৮) নামে এক পথচারী নারী নিহত হয়েছে। নিহত পারুল উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের চাঁন মিয়ার স্ত্রী। সন্ধ্যা ৭ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার মোস্তফাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক মোটর সাইকেলের চালক জয় মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: দুলাল হোসেন জানান, স্থানীয়রা পারুল বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছিল কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে ।

এদিকে, পথচারীকে ধাক্কায় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পেছনে ধাওয়া করে স্থানীয় এলাকার ক্ষুব্ধ জনতা অনেক চেট্টার পর ঘাতক মোটর সাইকেলটি আটকাতে সক্ষম হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী মোটর সাইকেলের চালক মাজেদুল ইসলাম জয়কে(২২) পুলিশের হাতে সোপর্দ করে । সে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের মাজাহারুল ইসলামের পুত্র । সিরাজদিখান থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালক ও মোটর সাইকেল আটক আছে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment