উল্লাপাড়ায় আজ কালবৈশাখী ঝড়

উল্লাপাড়ায় আজ কালবৈশাখী ঝড়

 ইউসুফ আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আজ বুধবার বিকেলে উল্লাপাড়া পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ ঝড়ে বৈদ্যুতিক খুঁটিসহ বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গেছে। সদ্য ফুলে ওঠা ইরিবোরো ধান মাঠের মধ্যে নেতিয়ে পড়েছে। ফলে স্থানীয় কৃষকেরা দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছে। ঝড়ের সাথে প্রবল দমকা হাওয়া ও মুষলধারায় বৃষ্টি হয়। প্রবল দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে বিলবোর্ড দুমড়ে মুচরে গেছে। জানা গেছে, এদিন বিকেল প্রায় ৬টার দিকে সহ বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি নেতিয়ে পড়েছে ও ভেঙ্গে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যমুনা তীরবর্তী অঞ্চল ও দুর্গম চরাঞ্চলগুলিতে। এসব স্থানের প্রায় অর্ধ শতাধিক কাঁচা ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকের ঘরের টিনের চালা উড়ে গেছে, কাঁচা ঘরবাড়ির বেড়া ভেঙ্গে পড়েছে। ঝড়ের তান্ডবে বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা সমূলে উপড়ে পড়েছে। ঝর হয়া পর্যন্ত পুরো উপজেলা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment