দিনাজপুর জেলা মোটর পরবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে এম রফিক সভাপতি ও ফজলে রাব্বি সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

দিনাজপুর জেলা মোটর পরবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে এম রফিক সভাপতি ও ফজলে রাব্বি সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

মন্জুর আলী শাহ,  দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচনে এম রফিত সভাপতি ও ফজলে রাব্বি সাধারণ সম্পাদক পুনঃর্নিবাচিত হয়েছেন।
দিনাজপুর জেলা মোটর পরবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে এম রফিক সভাপতি ও ফজলে রাব্বি সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিতনির্বাচিত প্রার্থীরা হলেন-সভাপতি এম রফিক ছাতা প্রতিকে ১৬১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুল হাকিম উট প্রতিকে পেয়েছেন ১৫৯৮ ভোট।
সহ-সভাপতি পদে মো. সাইফুর রাজ চৌধুরী পানি জাহাজ প্রতিকে ১৯৪৫ ও মো. তৈয়ব আলী ট্রাক্টর প্রতিকে ১৫০৬ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বি অন্য দুই প্রার্থী সৈয়দ শওকত আলী তোতা হারিকেন প্রতিকে পেয়েছেন ১০৬৭ ভোট ও মো. রওশন আলী পেয়েছেন ১০৬১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. ফজলে রাব্বি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। (তৃতীয়বার নির্বাচিত)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ বাদশা গামছা ১৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. এনামুল হক মোমবাতি প্রতিকে পেয়েছেন ১৩৯১ ভোট। সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন মুন্না কুড়াল প্রতিকে ১৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. শাহিনুর ইসলাম গাভী প্রতিকে পেয়েছেন ১১৮৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. সাহাবুব আলম খেজুরগাছ প্রতিকে ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  মো. খোকন রিক্সা প্রতিকে পেয়েছেন ৮০৪ ভোট। সহ-সাংগঠনিক সম্পাদক পদে-মো. রমজান আলী স্টিয়ারিং প্রতিকে ১৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দিলিপ সরকার পলু জগ প্রতিকে পেয়েছেন ১২১৭ ভোট।
অর্থ সম্পাদক পদে আব্দুস সামাদ আলী মোবাইল ফোন প্রতিকে ২০৭২ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ইব্রাহিম তালা প্রতিকে পেয়েছেন ১১৯০ ভোট। সড়ক সম্পাদক পদে -মো. সামসুল আলম নৌকা প্রতিকে ১৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মর্তুজা হরিণ প্রতিকে পেয়েছেন ১২৪০ ভোট।
সহ-সড়ক সম্পাদক পদে -মো. সিরাজুল ইসলাম অটো প্রতিকে ১৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আফজাল হোসেন সিংহ প্রতিকে পেয়েছেন ১৪০৮ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আলম গীটার প্রতিকে ১৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আঃ সালাম সেলাই মেশিন প্রতিকে পেয়েছেন ৯৬১ ভোট।
দপ্তর সম্পাদক পদে মো. রহিদুল ইসলাম রেজু চাবি প্রতিকে সর্বোচ্চ ২৬৫২ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রাজা মিয়া মই প্রতিকে পেয়েছেন ৬৮৬ ভোট। প্রচার সম্পাদক পদে মো. জনি প্রদীপ প্রতিকে ১২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রফিকুল ইসলাম ঘুড়ি প্রতিকে পেয়েছেন ১২৪৫ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে-মো. মোশারফ হোসেন টিউবওয়েল প্রতিকে ১৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জাহিদ হাসান ব্যাট-বল প্রতিকে পেয়েছেন ১১৮৫ ভোট।
এছাড়া কার্যকরি সদস্যের ৭টি পদে নির্বাচিত প্রার্থীরা হলেন- ফারুক আহম্মেদ (ধানের শীষ) প্রতিক প্রাপ্ত ভোট ১৩১৬, মো. আব্দুস সালাম জমশেদ (প্রজাপতি) প্রাপ্তভোট ১৩১২, মো. নাসির হোসেন রতœ (তলোয়ার) প্রাপ্তভোট ১২২২, মো. আলমগীর হোসেন (বাইসাইকেল) প্রাপ্তভোট ১০৩১, মো. বাদশা আলী (হুক্কা) প্রাপ্তভোট ৯৭২, মো. নুর আলম শেখ (তারা) প্রাপ্তভোট ৯৫২ ও মো. মুন্না (শাপলা) প্রাপ্তভোট ৯৫০।
২৮ এপ্রিল শনিবার সকাল ৯টা হতে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ করা হয়। এতে ৪৬৩৩ ভোটারের মধ্যে ৪০৮১ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে ২২টি পদের মধ্যে সভাপতিসহ ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে মো. ফজলে রাব্বি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নিয়ে মো. ফজলে রাব্বি তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment