নীলফামারীতে তীরন্দাজের খোঁজে কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী নুর

নীলফামারীতে তীরন্দাজের খোঁজে কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী নুর
নীলফামারী জেলা প্রতিনিধি॥
২০২০ সালে অলিম্পিকে স্বর্ণ জয়ের লক্ষ্যে নীলফামারীতে তীরন্দাজের খোঁজে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কর্মকর্তারা তৃণমুলে এসেছেন।
শনিবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলার শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত তীরন্দাজ বাছাই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
এসময় নুর বলেন,‘মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের সাওতালরা তীর ধনুক দিয়ে পাকিস্থানীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তীর ধনুক চালাতে হলে অনেক বুদ্ধি রাখতে হয়, দক্ষতাও অর্জন করতে হয়।’ তিনি বলেন, সেই লক্ষকে সামনে রেখে কাজ করছেন আরচ্যারী ফেডারেশন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, সহসভাপতি আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
পরে সংস্কৃতিমন্ত্রী সেখানে তীর নিক্ষেপ করে কর্মসূচির উদ্বোধন করেন।
পরে, স্টেডিয়ামে ছয়জন বালিকা ফুটবল খেলোয়ারের মাঝে ছয়টি বাইসাইকেল বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন,‘শুধু বড় শহরে খুঁজলে আমরা প্রকৃত তীরন্দাজ পাবো না। ২০২০ সালকে লক্ষ্য করে আমরা প্রকৃত মেধাসম্পন্ন তীরন্দাজ খুঁজতে তৃণমূল পর্যায়ে এসেছি। তারই ধারাবাহিকতায় নীলফামারীতে বাছাই প্রক্রিয়ায় ছয়শ তীরন্দাজ নাম রেজিস্ট্রেশন করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment