গড়লেন সর্বোচ্চ গোলের রেকর্ড, পেলেন গোল্ডেন বুট

গড়লেন সর্বোচ্চ গোলের রেকর্ড, পেলেন গোল্ডেন বুট

সারা বিশ্বের ভক্তদের নজর ছিল তার দিকে। শেষমেশ ভক্তদের হতাশ করেনি তিনি। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড করে আরও উঁচুতে পৌঁছে গেলেন সালাহ। তার রেকর্ড গড়া ম্যাচে ব্রাইটনের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে পরবর্তী চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করেছে লিভারপুল। আর সালাহ হাতে নিয়েছেন সোনালি জুতা।

অবশ্য, অলরেড কোচ ইর্য়্যুগেন ক্লপ বলেন, আরও উন্নতি করার সুযোগ আছে তার সালাহর।

ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করায় গোল্ডেন বুট তুলে দেয়া হয় তাকে। পেয়েছেন ক্লাবের ‘প্লেয়ার অফ দ্যা ইয়ার’ ট্রফিও। স্ত্রী-মেয়ের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন মিসরের রাজা।

মোহাম্মদ সালাহ মৌসুমে এরইমধ্যে ৩৪টি ব্যক্তিগত পুরস্কার অর্জন করেছেন। চলতি মৌসুমে লিগে ৩৫ ম্যাচে ৩১ গোল করেছেন তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment