সর্বোচ্চ বেতনধারী কোচ গার্দিওলা

সর্বোচ্চ বেতনধারী কোচ গার্দিওলা

দারুণ দাপটের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে ম্যানসিটি। আর চ্যাম্পিয়ন করার পুরস্কারটাও হাতেনাতেই পেয়ে গেলেন কোচ পেপ গার্দিওলা। ইংলিশ ক্লাবটি তার বেতন বাড়িয়ে বার্ষিক ২৩ মিলিয়ন ইউরোতে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষরিত করেছে। ফলে বিশ্বের সর্বোচ্চ বেতনধারী কোচের হয়ে গেলেন এই কাতালান।

sony rangs

চুক্তি অনুযায়ী আগামী ২০২১ সাল পর্যন্ত সিটিতেই থাকবেন পেপ। চুক্তি নবায়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছে সিটি। দুই বছরে ৬০ মিলিয়ন ইউরো বেতন ও বোনাস বাবদ পরিশোধ করবে সিটিজেনরা। এই হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী কোচের তকমা পেলেন গার্দিওলা।

এর আগে, ২০০৮ সালে বার্সার কোচের দায়িত্ব নেন এই কাতালান। পরে ২০১২ সালে স্বেচ্ছায় সরে দাঁড়ান তিনি। এক বছর বিরতি নিয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের দায়িত্ব পালন শেষে ২০১৬ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গার্দিওলা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment