খুলনার বটিয়াঘাটায় ব্রিজ উদ্বোধনের আগেই ফাটল!

মেহেদী হাসান,খুলনা প্রতিনিধিঃ
উদ্বোধনের অপেক্ষায় থাকা খুলনার বটিয়াঘাটা উপজেলার  সুরখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের (বুনারাবাদ) সাংকেমারী পার্শ্বেমারী নাইনখালী খালের ব্রিজে ফাটল দেখা দিয়েছে ।  কাজ সমাপ্তির এক বছর না পেরুতেই ব্রিজটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ব্রিজটির ফাটল দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণ কাজে ত্রুটির অভিযোগ তুলে এলাকাবাসী এরইমধ্যে তাদের ফেসবুকে ওই ব্রিজের ফাটলের ছবি দিয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করছেন।
বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ তিনটি মৌসুম কাটিয়েছেন। কিন্তু বার্সার সেরা কোচদের একজন পেপ গার্দিওয়ালার অধীনে খেলা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান তারকার কাছে এটা বড় এক আক্ষেপ। আর তাই ক্যারিয়ারের কোন এক পর্যায়ে বর্তমান ম্যানসিটি কোচ গার্দিওয়ালার অধীনে খেলতে চান বলে জানিয়েছেন তিনি। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচের অধীনে খেলা অনেক উত্তেজনার বলেও মনে করেন তিনি। নেইমার ২০১৬-১৭ মৌসুমে গার্দিওয়ালাকে প্রশংসা করে তার অধীনে খেলার আগ্রহের কথা জানান। সেই আগ্রহ এখনো আছে জানিয়ে নেইমার বলেন, 'আমি সব সময় গার্দিওয়ালার অধীনে কাজ করতে চেয়েছি। আমি বার্সায় যোগ দিলে ক্লাব ছেড়ে দেন তিনি। আমার সত্যি তার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছে।' পিএসজি তারকা নেইমার বর্তমানে ব্রাজিলে দলের সঙ্গে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। তার পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে অনেকদিন ধরে। তবে ইনজুরি কাটিয়ে মাঠের নামার অপেক্ষায় থাকা এই তারকা এখন দল বদল নিয়ে কথা বলতে আগ্রহী নন বলেও জানিয়েছেন। ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে থাকা নেইমার রাশিয়া বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠছেন বলে ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট কর্মসূচি ২০১৬-২০১৭ আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে সেতুটি নির্মাণ করা হয়েছে। ব্রিজটি তৈরি করতে ৫৪ লাখ ৪ হাজার ৬৫০ টাকা ব্যয় হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারুক এন্টারপ্রাইজ এটি নির্মাণ করেছে।
ব্রিজ সংলগ্ন বুনারাবাদ গ্রামের সুজয় রায় সুজিৎ বাংলানিউজকে বলেন, বুনারাবাদ গ্রামের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের ব্রিজ এটি। যার কাজ সমাপ্তির এক বছর না পেরুতেই ফাটল ধরছে। ব্রিজটি এখনো উদ্বোধন হয়নি। সড়কের মধ্যে অবস্থিত ব্রিজটি বৃহত্তর সুকদাড়া বাজার থেকে কাটাবুনিয়ার খেওয়াঘাটে যাওয়ার একটা বড় মাধ্যম। প্রতিদিন হাজার হাজার লোকের চলাচল এ সড়ক দিয়ে। সড়কটি দাকোপ থানার সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি জানান, ব্রিজ সংলগ্ন রাস্তায় মাঝে অবস্থিত কমিউনিটি ক্লিনিক, ২টি প্রাইমারি স্কুল, সার্বজনীন মন্দির এবং এই প্রধান সড়ক পার হয়ে যেতে হয় বৃহত্তর সুকদাড়া বাজার ও গরিয়ারডাঙ্গা আদর্শ কলেজ, খলসীবুনিয়া জিপি হাই স্কুল, ইয়াসিন মাধ্যমিক বিদ্যালয়, সুকদাড়া মাধ্যমিক বিদ্যালয়ে।
একই গ্রামের হিরামন মণ্ডল বাংলানিউজকে বলেন, ব্রিজের দুইপাশে ৪টি ও মাঝখানে ১টি ফাটল ধরেছে। ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের উপকরণ ব্যবহার করে ব্রিজটি নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, আমি অফিসিয়ালভাবে জানি না। তবে ফেসবুকে দেখেছি।
খুলনা জেলা প্রশাসক আমিন-উল আহসান বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।
বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ তিনটি মৌসুম কাটিয়েছেন। কিন্তু বার্সার সেরা কোচদের একজন পেপ গার্দিওয়ালার অধীনে খেলা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান তারকার কাছে এটা বড় এক আক্ষেপ। আর তাই ক্যারিয়ারের কোন এক পর্যায়ে বর্তমান ম্যানসিটি কোচ গার্দিওয়ালার অধীনে খেলতে চান বলে জানিয়েছেন তিনি। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচের অধীনে খেলা অনেক উত্তেজনার বলেও মনে করেন তিনি। নেইমার ২০১৬-১৭ মৌসুমে গার্দিওয়ালাকে প্রশংসা করে তার অধীনে খেলার আগ্রহের কথা জানান। সেই আগ্রহ এখনো আছে জানিয়ে নেইমার বলেন, 'আমি সব সময় গার্দিওয়ালার অধীনে কাজ করতে চেয়েছি। আমি বার্সায় যোগ দিলে ক্লাব ছেড়ে দেন তিনি। আমার সত্যি তার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছে।' পিএসজি তারকা নেইমার বর্তমানে ব্রাজিলে দলের সঙ্গে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। তার পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে অনেকদিন ধরে। তবে ইনজুরি কাটিয়ে মাঠের নামার অপেক্ষায় থাকা এই তারকা এখন দল বদল নিয়ে কথা বলতে আগ্রহী নন বলেও জানিয়েছেন। ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে থাকা নেইমার রাশিয়া বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠছেন বলে ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment