জগন্নাথপুরে সংঘর্ষে শ্রমিকসহ আহত ১২, সুনামগঞ্জ -ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাজ বন্ধ

মোঃ হুমাোয়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর
(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ জগন্নাথপুরে সংঘর্ষে সড়ক নির্মাণ কাজের শ্রমিকসহ ১২ জন আহত হওয়ার ঘটনায় সুনামগঞ্জ -পাগলা-অাউশকান্দী-
 ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাজ বন্ধ রয়েছে।এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সড়কে কাজ চালু রাখতে স্থানীয়  পুলিশ প্রশাসনের চাপ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছে।
জানাগেছে, সুনামগঞ্জ-পাগলা-অউশকান্দী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড। গত প্রায় এক মাস ধরে জগন্নাথপুর পৌর শহরে আরসিসি কাজ চলছে।
এরই মধ্যে  বৃহস্পতিবার (৭ই জুন) দিবাগত রাত ১২ ঘটিকার  দিকে জগন্নাথপুর  পৌর পয়েন্টে কাজ চলাকালীন অবস্থায় দুই শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের সংঘর্ষ থামাতে এগিয়ে এগিয়ে জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া।
এক পর্যায়ে শ্রমিকদের সাথে বাজার সেক্রেটারির মধ্যে সংঘর্ষ হয়। এতে বাজার সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, কাজের শ্রমিক সর্দার খালেক মিয়া, শ্রমিক আলামিন, হাবিব মিয়া, রাজু মিয়া, মোতাহার মিয়া, মামুন মিয়া, হাফিজুর রহমান, এমদাদুল হক, শামীম মিয়াসহ ১২ জন আহত হন। তমধ্যে গুরুতর আহত খালেক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ সংঘর্ষস্থলে পৌঁছপ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে জগন্নাথপুর বাজারের সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া বলেন, শ্রমিকদের সংঘর্ষ থামাতে যাওয়ায় শ্রমিকরা উল্টো তাকে মারপিট করেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড এর ম্যানেজার জামাল উদ্দিন বলেন, এ ঘটনার পর থেকে শ্রমিকরা ভয়ে কাজে না আসায় সড়কের কাজ বন্ধ রয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই অনুজ বলেন, সড়কের কাজ বন্ধ রাখার কোন সুযোগ নেই। তবে এ ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment