মান্দায় মোবাইল ফোনের দোকানে ইটের দেয়াল কেটে চুরি

বিকাশ চন্দ্র প্রাং,স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

শুক্রবার দিনগত রাতে নওগাঁর মান্দা উপজেলা সদর প্রসাদপুরবাজারে ‘সরদার মোবাইল বাজার’ নামে মোবাইলফোনের একটি শো-রুমে দু:সাহসিকচুরি সংঘটিত হয়েছে। শো-রুমের পিছনে ইটের তৈরি ১০ ইঞ্চির দেয়াল কেটেদু:সাহসিক এ চুরি সংঘটিত হয়। ওই শো-রুম থেকে নগদ টাকাসহ অন্ততঃ ৮ লক্ষাধিকটাকার মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে।শো-রুম মালিক আব্দুস সাত্তার জানান, শুক্রবার সন্ধ্যার পর শো-রুম তালাবদ্ধ করে তারাবাসায় চলে যান। শনিবার সকালে শো-রুম খোলার পর চুরির বিষয়টি তারা জানাতে পারেন।চোরদল শো-রুমের পিছনে ইটের তৈরি ১০ ইঞ্চির দেয়াল কেটে ভিতরে প্রবেশ করে। চোরেরা
শো-রুমে থাকা নগদ দেড় লাখ টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি মোবাইলফোন চুরি করে নিয়ে যায়। এতে অন্ততঃ ৮ লক্ষাধিক টাকা লুট হয়েছে বলে তিনি দাবি করেন। স্থানীয় ব্যবসায়িরা জানান, শুক্রবার রাতভর চাঁদের আলো ছিল। বাজারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নৈশপ্রহরী। এরপরও চোরেরদল হাতুড়ি ও ছেনির সাহায্যে ইটের ওয়াল কেটনির্বিঘে চুরির কাজ কিভাবে সম্পাদন করল? এ নিয়েও প্রশ্ন তোলেন ব্যবসায়িরা। ঘটনায় স্থানীয় ব্যবসায়ি মহলে আতঙ্ক বিরাজ করছে বলেও উল্লেখ করেন তারা।থানার ওসি (তদন্ত) মাহবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দু;সাহসিক এ চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান চলছে। ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment