ছাতকে গোসল করতে গিয়ে সুরমা নদীতে তলিয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

হাবিবুর রহমান নাসির ছাতক ,সুনামগঞ্জ

ছাতকে গোসল করতে গিয়ে সুরমা নদীতে তলিয়ে রাজিব আহমদ(৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল রোববার দুপুরে শহরের তাতিকোনা এলাকায় সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রাজিব আহমদ। নিখোঁজের প্রায় ৩ঘন্টা পর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরী দল সুরমা নদী থেকে তারা মৃতদেহ উদ্ধার করে। রাজিব আহমদ কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকার জামাল আহমদের পুত্র। সে দীর্ঘদিন ধরে তাতিকোনা নাছির মিয়ার নৌাকা তৈরীর কারখানায় শ্রমিকের কাজ করতো। রোববার দুপুরে সহকর্মী দু বন্ধুর সাথে সুরমা নদীতে গোসল করতে যায় রাজিব আহমদ। সাঁতার কাটার এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। তার সহকর্মীসহ এলাকার লোকজন অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান করতে পারেনি। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভেসের কমান্ডার নাজমুল হোসেনর নেতৃত্বে একটি ডুবুরী দল প্রায় আধ ঘন্টা চেষ্টা করে ঘটনাস্থল থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment