ফটিকছড়ির বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালো ফটিকছড়ি ফোরাম(আই আই ইউ সি)

এইচ.এম.সাইফুদ্দীন,ফটিকছড়ি,চট্টগ্রাম:

দেশের সর্ববৃহৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ফটিকছড়ির শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি ফোরাম (আই আই ইউ সি) এর উদ্যোগে এবং ব্যবস্থাপনায়  ফটিকছড়ির স্মরণকালের ভয়াবহ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সাহায্য
কার্যক্রমের অংশ হিসেবে আজ ফটিকছড়ির কাঞ্চননগরের মানিকপুর এলাকায় অর্ধ-শতাধিক  পরিবারের কাছে নগদ অর্থ হস্তান্তর করা হয় গত (৭জুন) শনিবার।

এ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ফোরামের সিনিয়র সদস্য প্রকৌশলী হাসনাত চৌধুরী রাব্বি, প্রকৌশলী মুহিবুল্লাহ হক চৌধুরী মুন্না, ফটিকছড়ি ফোরামের সভাপতি সৈয়দ শরফ উদ্দীন রাসেল,সহ-সাধারণ সম্পাদক টিপু চৌধুরী,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ সাদ উদ্দিন রানা,স্থানীয় ভাইদের মধ্যে মোঃমানিক উদ্দীন,মোঃনাঈম উদ্দীন প্রমূখ।

বিতরণ শেষে উক্ত সংগঠনের সভাপতি সৈয়দ শরফ উদ্দীন রাসেল সকল অর্থদাতা এবং শুভাকাঙ্ক্ষীদের যারা নানা ভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ এ ধরনের আর্তমানবতার সেবায় সবার কাছে আরো আন্তরিক সহযোগিতার জন্য আহবান জানান পাশাপাশি সমাজের নানা মানুষ যারা উচ্চ স্তরে অধিষ্টিত আছেন তাদেরকে এই অসহায় বন্যার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment