রাউজানে পুলিশের অভিযানে ১০৪ পিস ইয়াবা সহ আটক -১

অামির হামজা রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।

রাউজানে ১০৪ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে। গত (১৯-জুলাই) বৃহস্পতিবার রাতে রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নোয়াপাড়া থেকে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ জাবেদ মিয়া। আটককৃত ব্যক্তি হলো, মো.আব্দুল্লাহ (৩০), প্রকাশ মানিক। সে গশ্চি গরীবুল্লাহ এলাকার আব্দুল মোতালেবের নতুন বাড়ির মৃত আব্দুল মোতালেবের ছেলে।

এপ্রসঙ্গে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ জাবেদ মিয়া মুঠোফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১ ব্যক্তি নোয়াপাড়ায় ইয়াবা বিক্রি করতে আসছে। পরে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। আটকের পর তার কাছে ১০৪ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment