কুয়াকাটা সৈকতে ভাঙন রোধের দাবিতে মানবপ্রাচীর

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের অব্যাহত বালুক্ষয় ও ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে সৈকতে প্রতীকী মানবপ্রাচীর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী সৈকতে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিনিয়োগকারী, এলাকাবাসী, জনপ্রতিনিধি, পর্যটক ও পর্যটন ব্যবসায়ীসহ শতাধিক লোক অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা, কুয়াকাটা সী ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আমির প্রমুখ। বক্তারা সৈকতের ভাঙন রোধে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment